মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের কলস প্রতিকের সমর্থনে উপজেলার পূর্বাঞ্চল খ্যাত নেহালপুর ইউনিয়নের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নেহালপুর ইউনিয়নে নেহালপুর বাজার, নেহালপুর বোসপাড়া, কালীবাড়ি বাজার, নয়া বাজার, টেকারঘাট ও বাঁলিধা গ্রামে কলস মার্কার পক্ষে এ গণসংযোগ ও পথসভা করেন।
এ সকল পথসভায় প্রার্থী শহীদ ইকবাল হোসেন উপস্থিত নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে বলেন, হিন্দু-মুসলিম সকলের সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কলস মার্কায় প্রার্থী হয়েছি। আগামী ১২ফেব্রুয়ারি কলস মার্কার ভোট দিয়ে আপনারা সেই সম্প্রীতি বজায় রাখবেন বলে বিশ্বাস করি। আমি বিজয় হলে ভবদহের সমস্যাসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সার্বিক কাজ করবো। আশা করি কলস মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।
এ সময় তার সাথে বিপুল সংখ্যাক নেতা-কর্মী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে বহর নিয়ে কলস প্রতিকে ইউনিয়নে মহড়া প্রদর্শন করেন। মহড়ায় কলস মার্কার শ্লোগানে ইউনিয়নে নারী-পুরুষের মাঝে ব্যাপক সাড়া জাগে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির নেতা আব্দুল হাই, মহিবুল্লাহ মনু, ফয়জুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা ডা: বজলুর রহমান,জি এম খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল বারী শফি, নাজমুল হুদা রফিকুল ইসলাম, মিজানুর রহমান ডবলু, অ্যাড. সামসুজ্জামান দিপু, আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্র নেতা নাজমুল হক টিটো, আসাদুজ্জামান আসাদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.