নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার ১৩৪ জন মেধাবী শিক্ষার্থী মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সোনাইমুড়ী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির মেডেল, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সমাজসেবা সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, “একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষাবৃত্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ ও রাষ্ট্র গঠনে মেধাবীদের এগিয়ে আসতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের পরিচয় থাকা জরুরি। বিশেষ করে পথশিশুদের নাম, পরিচয় ও জন্মনিবন্ধনের আওতায় আনার জন্য সরকার কাজ করছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিব্রিয়া। তিনি বলেন, “সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষাবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক গোলাম মাওলা, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোঃ ইমরান হোসেন, সোনাইমুড়ী ও চাটখিলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.