বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রী দিবস (১৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর এলাকায় পুরাতন রেললাইনের পাশের পাকা সড়কে ঘটে।
নিহত শ্রী দিবস হলকারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের চুকাইবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী জীবনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাবা শ্রী জীবনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শ্রী দিবস। মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই নিহত হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

