মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, “আপনারা একবার আমাকে সুযোগ দিয়ে পরখ করে দেখতে পারেন। আমি আপনাদের সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে থাকি কি না—তা যাচাই করুন।”
গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার মহা শ্মশান ঘাটে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। ভোট দেওয়া আপনার মৌলিক ও গণতান্ত্রিক অধিকার। হিন্দু-মুসলিম সবাই মিলেই আমরা একটি শান্তিপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত মাদারগঞ্জ গড়ে তুলবো।”
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “পূজা-পার্বণসহ সব ধর্মীয় অনুষ্ঠানে আমি আপনাদের পাশে থাকি কি না—সেটিও দেখবেন। একবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করলে আপনারা ঠকবেন না।”
সভায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মাদারগঞ্জ উপজেলা আহ্বায়ক বাবু রাখাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি বাবু গৌতম মিত্র, সাধারণ সম্পাদক সমীর বসু, সদস্য সচিব বাবু বিভাস চন্দ্র বর্মণ, তুহিন আক্তার শিউলি।
এছাড়াও বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সিনিয়র সহ-সভাপতি আ. মান্নান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম স্বপন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আ. গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সুহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

