কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
“মুজিব বর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার কচুয়ায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ ও এবং সিসিপির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দূর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু।
অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া থানার অফিসার ইনচার্য মোঃ মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান, কৃষি কর্মকর্তা মো: ইসমাইল হোসেন,উপজেলা সুপার ভাইজার মো: মেহেদী মান্না,তথ্য কর্মকর্তা বিজয়া লোপা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,প্রেসক্লাবের সহসভাাপতি সাবেক শিক্ষক সমীর বরন পাইক,প্রেসক্লাব সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কর্মকর্তা জাহিদুল ইসলাম বুলু সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ।