কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিদার ফুড এন্ড ফেভারেজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার সিকির বাজারে অবস্থিত এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমিদার ফুড এন্ড ফেভারেজের লোগো উন্মোচন করে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
এ সময় সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার, পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, কাউন্সিলর আশরাফুজ্জামান ঝন্টু, মারুফ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ লাভলু শেখ, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা, জমিদার ফুড এন্ড ফেভারেজের ব্যবস্থাপনা পরিচালক ড. অপূর্ব রুদ্র উপস্থিত ছিলেন।
জমিদার ফুড এন্ড ফেভারেজের ব্যবস্থাপনা পরিচালক ড. অপূর্ব রুদ্র বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপদ পানি বাজারজাত করছি। এছাড়াও শীঘ্রই বেকারী আইটেম চালু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।