Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহাকে গোপালগঞ্জ থেকে র‌্যাবের হেলিকপ্টারে পাঠালো ঢাকায়

MEHADI HASAN
অক্টোবর ১৪, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় র‌্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পূজার ছুটিতে নিজে গাড়ি চালিয়ে গোপালগঞ্জে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র‌্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
এদিকে ভাস্কর সাহা’র আহত খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। ভাস্কর সাহা’র বাড়ি গোপালগঞ্জ শহরের আমেনা স্কুলের পাশে।
তিনি মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।