জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় র্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পূজার ছুটিতে নিজে গাড়ি চালিয়ে গোপালগঞ্জে আসার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
এদিকে ভাস্কর সাহা’র আহত খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। ভাস্কর সাহা’র বাড়ি গোপালগঞ্জ শহরের আমেনা স্কুলের পাশে।
তিনি মানিকগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে কর্মরত রয়েছেন।