Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

MEHADI HASAN
অক্টোবর ১৫, ২০২১ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইলঃ

স্থাণীয় আধিপত্য বিস্তারকে কেদ্র করে নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে এবং গুরুতর আহতদেরকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃস্পতিবার (১৪অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পৌরশহরের ছোট কালিয়ার মোড়ে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও স্থাণীয়রা জানান, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম রেজা ইউসুফ গ্রুপের মধ্য দীর্ঘদিন ধরে স্থাণীয় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। ওইদিন সকাল ১১ টার দিকে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ছোটকালিয়ার মোড় জামে মসজিদের পাশের এক খন্ড সরকারি জমি পরিমাপ করতে গেলে পরিমাপ দেখতে সেখানে ওই দুই গ্রুপের সমর্থকরাও জড়ো হয়। জমি পরিমাপের এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের আল ইমরান শেখ(২৫), মোঃ ইনামুল হক (২৮), আশিক শিকদার (২৫), তালিব শেখ (২০), আব্দুল্লাহ শেখ (১৯), রবিউল শেখসহ (৩৫) দশ জন আহত হয় বলে জানা যায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া নবধারা কে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কেউ অভিযোগ করনি। অভিযোগ পেলে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।