Nabadhara
ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিজয়া দশমী তে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Bayzid Saad
অক্টোবর ১৬, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,  চিতলমারীঃ

বাগেরহাটের চিতলমারীতে শারদীয় উৎসবের বিজয়া দশমীতে শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে দুই দলীয় শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাউন্ডেশনের সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার কে, এম, আরিফুল হক (পিপিএম)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মো: লিটন আলী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর ব্যাক্তি গত সহকারী মো: ফিরোজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম মাহাতাবুজ্জামান, অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খেলায় অংশ গ্রহণকারী দুই দলের মধ্যে নির্ধারিত সময়ে অমিমাংশিত থাকায় চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের মধ্যে টাইবব্রেকারের মাধ্যমে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগ জয়লাভ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।