
কোটালীপাড়া প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ৫শতাধিক দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
আজ শনিবার ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে উপজেলার গৌতমেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি তুষার মধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক সমীর অধিকারী, উপদেষ্টা সুভাষ বালা, উত্তম বাড়ৈ, ইউপি সদস্য নূর আলম শিকদার, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ রায়, শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার, গৌতমেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তপন বালা উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি তুষার মধু বলেন, প্রতি বছরই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে আমরা এ চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির আয়োজন করেছি। #