প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ৪:৩৮ অপরাহ্ণ
কোটালীপাড়ায় চুল কাটার সেলুনে চালু হলো পাঠাগার

কোটালীপাড়া প্রতিনিধিঃ
এসো আলোকিত মানুষ হই- এই স্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উদ্বোধন করা হল দুটি সেলুন পাঠাগারের।
আজ শনিবার সকালে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলার রামশীল ও ত্রিমুখী বাজারের দুটি সেলুনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কথাসাহিত্যিক ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগার দুটির উদ্বোধন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মলয় বালা, রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, টিম লাইফ সাপোর্টের টিম লিডার শান্ত দাস, সরফুজ্জামান দাড়িয়াসহ শিক্ষক-শিক্ষাথী ও বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, বইপড়ার মাধ্যমে মানুষের আত্মিক অবস্থার উন্নতি সাধিত হয়। বই পড়া এখন শুধুমাত্র অবসরের বিনোদনের মাধ্যম নয় বরং এটি এখন আমাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। দুশ্চিন্তা, দুঃখবোধ, মানসিক ও শারীরিক যন্ত্রনা আমাদের কর্মস্পৃহা ও সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বই-ই হতে পারে অন্যতম নিয়ামক।
অধ্যাপক মলয় বালা বলেন, সেলুনের মত জায়গায় পাঠাগার স্থাপন একটি ভিন্নধমর্ী আয়োজন। প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান সময়ে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। বই পড়ার জন্য পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি পাঠক তৈরীতে জ্ঞানের আলো সেলুন পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, আমাদের জীবসত্ত্বা জাগ্রত থাকলেও মানবসত্ত্বা জাগ্রত করার সিঁড়ি হচ্ছে বই। আমাদের বই পড়ার নিয়মিত অভ্যাস তৈরি করতে হবে। পাঠাক বিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সেলুনে পাঠাগার স্থাপন করার প্রয়াস। নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানান বয়সের মানুষ। অনেক সময় ঘন্টা খানেকও অপেক্ষা করতে হয়। এ সময়টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে সেই লক্ষে কোটালীপাড়া উপজেলার সকল এলাকায় সেলুন পাঠাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে জ্ঞানের আলো পাঠাগার। আজ দুটি সেলুনে পাঠাগার স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.