Nabadhara
ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রোববার গোপালগঞ্জ ব‌শেমুর‌বিপ্র‌বি’তে গুচ্ছ ভ‌র্তি পরীক্ষা শুরু হ‌বে

MEHADI HASAN
অক্টোবর ১৬, ২০২১ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

অাগামীকাল রোববার (১৭অক্টোবর) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষা ব‌র্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হ‌বে। ইতোমধ্যে বশেমুরবিপ্রবি প্রশাসন গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন ক‌রে‌ছে।

বশেমুরবিপ্রবি কেন্দ্রে ১৭ অক্টোবর ২০২১ তারিখে এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের পরীক্ষায় মোট ৬,৯১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এছাড়া আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত বি ইউনিটভুক্ত  মানবিক অনুষদের পরীক্ষায় ২,২৬৯  জন পরীক্ষার্থী এবং আগামী ১ নভেম্বর সি ইউনিটভুক্ত বানিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৫৯০ জন পরীক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।

‌বিশ্ব‌বিদ্যাল‌য়ের উপ-পরিচালক(জনসংযোগ)মোঃ মাহবুবুল আলম এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ২০২০-২০২১  শিক্ষা ব‌র্ষের ভ‌র্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য বিভিন্ন কমিটি ইতোমধ্যে কাজ সম্পন্ন করেছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য মেডিকেল টিম কাজ করবে এবং জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবি সংগঠন ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।

তিনি আরো জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকবে।  পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। সকলের মাস্ক পরা বাধ্যতামুলক থাকবে। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবেনা। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না। কেন্দ্রের অভ্যন্তরে দোকান পাট বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।শিক্ষার্থীদের সশরীরে এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।