Nabadhara
ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উৎসবের মধ্যে দিয়ে টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত

MEHADI HASAN
অক্টোবর ১৮, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

উৎসবের মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। তারা প্রশাসন ও পুলিশের পক্ষে পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মাহবুব আলী খানের নেতৃত্বে ও গনপুর্ত বিভাগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এরপর টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জাতির পিতা ও শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

পরে শেখ রাসেল শিশু নিকেতন এর পক্ষ থেকে শেখ রাসেল শিশু পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শেখ রাসেল শিশু নিকেতনের ছোট্ট শিক্ষার্থীরা কেক কাটেন।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের সভাপতিত্বে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।