Nabadhara
ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন 

Bayzid Saad
অক্টোবর ১৮, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান, স্টাফ রিপোর্টারঃ 

দেশব্যাপী চলমান সাম্প্রদায়িক সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্বিবদ্যালয়ের মেইন গেট সংলগ্নে বেলা দেড়টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থীদের উপস্থিততে দেশে চলমান সাম্প্রদায়িক অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়।

মানবন্ধনে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করে সংখ্যলঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।

ফার্মেসী বিভাগের শিক্ষক মিলন মন্ডল বলেন, গণতান্ত্রিক দেশে সাম্প্রদায়িকতা কখনোই কাম্য নয়। কারণ দেশটা সবার। যার যার ধর্ম পালন করার ব্যাক্তিগত স্বাধীনতা রয়েছে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী রথীন্দ্রনাথ বলেন, ধর্ম মানুষকে মহানুভবতা শেখায়। বিশ্বের কোন ধর্মই সহিংসতাকে সমর্থন করে না। যারা এগুলো করে তারা ধর্মান্ধ।

আারেক শিক্ষার্থী শেখর সরকার সহিংসতায় জড়িত ব্যাক্তিদের বিচারের দাবি জানিয়ে বলেন, সহিংসতা সৃষ্টি করা মানুষ গুলো কখনোই ধার্মিক হতে পারে না। তাদের এসব কাজের পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে৷ যে বা যারা এর সাথে জড়িত , আমরা তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই৷

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।