জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সহকারি অধ্যপক মসিউর রহমানের সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুর ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২ টায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের সামনে দাড়িয়ে প্লাকাড প্রদর্শন করে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা।মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সড়ক দূর্ঘটনায় নিহত ইংরেজি বিভাগের সহকারি অধ্যপক মসিউর রহমানের অকাল মৃত্যুর ঘটনার বিচার,নিরাপদ সড়কের ও ঘাতক বাস্ চালককে দ্রত গ্রেফতারের দাবীতে বক্তব্য রাখেন।
প্রসঙ্গত,গত১৩ অক্টোবর সন্ধ্যায় পিরোজপুর থেকে পরিবার নিয়ে কর্মস্থল গোপালগঞ্জে আসার পথে ওই শিক্ষক সড়ক দূর্ঘটনায় মারা যান। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।