প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২১, ১১:৪৮ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু

মেজবা রহমান; স্টার্ফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ মাস পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ক্লাসে আসতে থাকেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবারো প্রাণ ফিরেছে প্রিয় ক্যাম্পাস অঙ্গনে। বেশ কিছু বিভাগ ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে উপস্থিত হয়েছেন।
করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর গতবছর মার্চ মাসে বন্ধ হয় বশেমুরবিপ্রবি সশরীরে শ্রেণি কার্যক্রম। নানা সতর্কতা অবলম্বন আর শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিতকরণের পর বিশ্ববিদ্যালয় আবার চালু হলো। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগের পরিক্ষা এবং হল চালু হলেও এবার পুরোপুরি সকল কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে ফিরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান আবির বলেন, দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে খুবই আনন্দিত বোধ করছি।অনেকদিন পর বিভাগের সবার সাথে দেখা হয়েছে।আমরা এই দিনটা বিশেষ ভাবে পালন করেছি।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীঘদিন পর ক্যাম্পাস আবারও শিক্ষাথীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠায় আমরা সত্যিই আনন্দিত।শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আমাদের কাজ করে যাচ্ছি৷ বিভাগ থেকে সকলকে মাস্ক ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়েছে।এছাড়াও থার্মাল মিটারের সাহায্য নিয়মিত শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ সহ স্বাস্থ্য-সুরুক্ষা সামগ্রী দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.