শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সাইয়েদা ফয়জুন্নেছা।
তিনি যোগদানের পূর্বে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনের পর তিনি বৃহস্পতিবার চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন।
নতুন নির্বাহী কর্মকর্তা যোগদানের প্রথম দিন তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদ, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বিদায়ী ইউএনও মোঃ লিটন আলী নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাইয়েদা ফয়জুন্নেছা ৩৩ তম বিসিএস ক্যাডারে কর্মজীবন শুরু করেন।