কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১ নারী সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে।আহতদের পরে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।এব্যপারে মামলার পর বাদীদেরকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়া হচ্ছে।হামলার স্বাীকার ঐ পরিবারের নারী ও শিশুরা এখন ভয়ে ভয়ে দিনাতিপাত করছে। তারা পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে।
এ মামলার এজাহারে জানা যায় যে, কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা প্রতিপক্ষদের সহিত বাদী পক্ষের পরিবারের বাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ অক্টোবর বিকাল ৫টায় প্রতিপক্ষ পরিবারের ১/আবু তালেব শেখ(৪৬),২/মো: শাহ আলম শেখ(৪২)৩/মো: উজ্জল সেখ(২০)৪/ জেসমিন বেগম(৩৫)সহ আরো ২/৩ জন পূর্ব থেকে ওৎ পেতে থেকে বাদী পক্ষের লোকজনদের গালিগালাজ করছিল। প্রতিপক্ষরা কেন তাদের গালিগালাজ করছিল বাদীপক্ষের পরিবারের লোকজন বিষয়টি জানতে চাইলে প্রতিপক্ষের আবু তালেব শেখ /মো: শাহ আলম শেখ/মো: উজ্জল সেখ সহ আরেও ২/৩ জন দা, চাপাতি ও লাঠি নিয়ে বাদী পক্ষের লোকদের এলোপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাদী পক্ষের আজিজ সেখের স্ত্রী রহিমা বেগম(৩৫)এর মাথার পাশে বাম চোঁখের উপর দা দিয়ে কুপিয়ে ও ছিদ্দিক সেখের ছেলে মিরাজ শেখ(৩২)এর মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে । বর্তমানে আহতরা কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে, তবে রহিমা বেগম ও মিরাজ সেখের অবস্থা গুরুতর।
পরে মিরাজ শেখের পিতা সিদ্দিক শেখ ৪ জনের নাম উল্লেখ করে ও অঞ্জাত আরও ২/৩জনকে আসামী করে কচুয়া থানায় ১টি মামলা করেন । মামলা নং-৮, । তারিখ-২০-১০-২১। বাদী পক্ষের গুরুতর আহত রহিমা বেগমের স্বামী আজিজ সেখ আমাদের প্রতিনিধিকে জানান যে, তারা নিরাপত্তাহীনতায় ভুকছে, তাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।