মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে স্বাধীনত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান ও উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডলের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুননেছা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, ইউআইসি রিপন বালা, প্রেসক্লাব মোল্লাহাটের সহসভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন সহ শিক্ষকবৃন্দ।