পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের সদর উপজেলায় রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোঃ জুয়েল শেখ (৩৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের সোলায়মান শেখের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি মোঃ নুরুল ইসলাম বাদল বলেন, “বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের উত্তর কদমতলার মাঝি বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।”
পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, “দোলা পরিবহনের একটি বাসে করে বুধবার রাতে ঢাকা থেকে পিরোজপুরে আসেন জুয়েল। রাতে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জুজখোলা গ্রামের রাস্তার সামনে বাস থেকে নামেন তিনি।”
সকালে ঘটনাস্থলে খালের পাড়ে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় জুয়েলের লাশ পাওয়া যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “নিহত জুয়েলের গলায় রশি দিয়ে বাঁধা ছিল এবং পরনে কালো প্যান্ট, চেক শার্ট ও পায়ে সু জুতা ছিল।”
জুয়েলের লাশ যেখানে পাওয়া গেছে,তার দেড়শ থেকে দুশ গজ দূরে একটি লাউ গাছের নিচে একটি ব্যাগে কিছু কাপড়, মোবাইল,ঘড়ি ও কিছু টাকা পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার।
নবধারা/বিএস