Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ২ নারীর শরীর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার !

MEHADI HASAN
অক্টোবর ২৮, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ নারীর দেহে টেপ দিয়ে গাজার প্যাকেট প্যাচানো অবস্থায় তাদের কে আটক করা হয়েছে।

বুধবার ‌(২৭ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা গোপালপুর ইউনিয়নের রুপাহাটি ব্রীজের উপর তল্লাশী চৌকি স্থাপন করে। টুঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর সাহা আলমের নেতৃত্বে তল্লাশী  অভিযানে পরিচালনা কালে সন্দেহ জনক ভাবে বোরকা পরা অবস্থায় ভ্যান থেকে নামিয়ে ২ নারীর দেহ তল্লাশী করে নারী পুলিশ।

এসময়  জান্নাতি আক্তার (২০) ও ময়না আক্তার (১৯) নামে ২ নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচিয়ে ৩ কেজি গাঁজা বহন করার অপরাধে গ্রেফতার করে।

জান্নাতি আক্তারের বাড়ী পিরোজপুর জেলার ইন্দুকানী উপজেলার কালাইয়া গ্রামে। আর ময়না আক্তারের বাড়ী কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায়।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এ গাজা কুমিল্লা হতে পিরোজপুরে যাচ্ছিল।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সুলতান মাহামুদ নবধারা কে বলেন, গভীর রাতে পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে ২ নারীকে তাদের শরীরে রাখা ৩ কেজি গাঁজা সহ তাদের কে আটক করে। তাদের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৭/২০২১ তাং ২৮/১০/২০২১ মোতাবেক  একটি মামলা দায়ের করে গোপারগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

নবধারা/এমএইচ০০৭/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।