
বাইজীদ সা’দ, ডেস্কঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদ।
আজ শুক্রবার সকাল ৮ টায় উদীচী কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মণ্ডল, দলীয় পতাকা উত্তোলন করেন জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম।
পরে উদীচী কার্যালয় হতে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনির্বাণ স্কুলের সামনে এসে শেষ হয়।
এরপর সকাল ১০ টায় রঘুনাথপুর শাখার আয়োজনে পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উদীচী রঘুনাথপুর শাখার সাধারণ সম্পাদক সিপ্রা বালার সভাপতিত্বে আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মড্ডলীর সদস্য মাহাবুবুল আলম শিপন, কোটালীপাড়া শাখার সভাপতি অশোক কর্মকার, টুঙ্গিপাড়া শাখার সভাপতি মেহেদী হাসান, সদস্য বাইজীদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে মনমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী, কোটালীপাড়া, রঘুনাথপুর ও টুঙ্গিপাড়া শাখা।