নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচনের ব্যালট পেপার ও বাক্স পৌঁছে গিয়েছে সবকটি কেন্দ্রে কেন্দ্রে ।আগামীকাল শনিবার ৩০ শে জানুয়ারি টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ।আজ শুক্রবার বিকাল ৪ টায় নির্বাচনের সরঞ্জামাদি ব্যালট বাক্স পৌঁছে গেছে প্রতিটি কেন্দ্রে ।ইতমধ্যে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে টুঙ্গিপাড়ায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর রয়েছে সরব উপস্থিতি।
জেলা রির্টানিং অফিসার ফয়জুল মোল্লা বলেন, আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিষ্টেট মাঠে রয়েছে। আশা করি শান্তিপূর্নভাবে নির্বাচন সমাপ্ত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।