নবধারা প্রতিনিধিঃ
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয় কর্তৃক যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনে যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ৭ জন প্রশিক্ষিত যুবক-যুবতী দের মাঝে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডে ৪ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অফিসার সাজেদুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, কৃষি অফিসার জামাল উদ্দিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, ফারুকুজ্জামান, মোঃ এমদাদুল হক, হাবিবুর রহমান মৃধা প্রমূখ উপস্থিত ছিলেন।