শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপ্রপাদ্য কে সামনে রেখে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এউপলক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে যুবঋণ, সনদপত্র বিতরণ ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল ( স্বপ্ন), একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক। বক্তব্য রাখেন চিত্রা যুব কল্যান সংস্থার সাধারন সম্পাদক সাবিনা বুলবুল ও রতন কুমর মন্ডল।এর আগে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মো: সোহরাব হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।