জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও সাধারন সম্পাদক পদে চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার রাজীব আহম্মেদ রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টের হল রুমে আহবায়ক কমিটির আহবায়ক প্রসূন মন্ডলের সভাপতিত্বে ও বিটিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়।
এ সময় বাংলা ভিশনের মনোজ সাহা, এনটিভির মাহাবুব হোসেন সারমাত, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহামুদ, একুশে টিভির একরামুল কবির মুক্ত, মাইটিভির আরিফুল হক, সময় টিভির আমির হামজা, এসএ টিভির বাদল সাহা প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।