মোঃ মিজানুর রহমান,কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার সরদারের নির্বাচনী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আওয়ামীলীগের আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধার সময় গোপালপুরের ১নংওয়ার্ড বিনতালুক গ্রামের নিউজিল্যান্ডে প্রবাসী মোফাজ্জেল হোসেন সরদারের বাড়ীতে বীর মুক্তিযোদ্ধা কাজী আঃ সালামের সভাপতিত্বে নির্বাচনী যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,গৌরনদী উপজেলা ভাইস চেয়ারমান ফরহাদ হোসেন মুন্সী,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক কালকিনি পৌর প্রসাষক আবুকালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাসার,জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্র নেতা মীর মামুন অর রসিদ,আওয়ামীলীগ নেতা কাজী মতিউর রহমান বাদল,গোপালপুর ইউনিয়ন আওয়ীলীগের প্রার্থী দেলোয়ার হোসেন সরদার,কালকিনি যুবলীগের যুন্গ সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন সরদার,ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক সরদার সাহাদাৎ হোসেন,কালকিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন,ডাসার উপজেলা কৃষকলীগের আহবায়ক সরদার শাহাদাৎ হোসেন প্রমুখ।