মোঃ মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউপি নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার সরদারের নির্বাচনী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার সময় গোপালপুরের ৮নং ওয়ার্ড পুয়ালী মুন্সিবাড়ী জামে মসজিদের মাঠে এই নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয় ।
মোহাম্মাদ সরকারের সভাপতিত্ত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী হেমায়েত উদ্দিন (হিমু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মীর মামুন অর রশিদ, ডাসার উপজেলার কৃষকলীগের আহবায়ক সাহাবুদ্দি ফকির মিঠু, ডাসার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাএ লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান বাদল, গোপালপুর ইউনিয়ন আওয়ীলীগের প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সরদার, কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সরদার, গোপালপুর ছাএলীগের সাবেক সহ-সভাপতি সরদার সাহাদাৎ হোসেন, আওয়মীলীগ নেতা জাহাঙ্গীর ফকির, সেলিম মোল্লা, সমির সরকার, সাবেক গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর নাসিরউদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন লিটন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মীর (সুজন) খন্দকার তারেক, খন্দকার সোহেল প্রমুখ।