Nabadhara
ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে মিশনের ফাদারের মোটর সাইকেল আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা

Bayzid Saad
নভেম্বর ৩, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ লুথারেন চার্চ মিশনের ফাদার রেভারেন্ট মনোতোষ ব্যানার্জির মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারীরা। আজ বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের বেদগ্রাম এলাকার লুথারেন চার্চ মিশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

লুথারেন চার্চ মিশনের ফাদার রেভারেন্ট মনোতোষ ব্যানার্জি জানান, চার্চের মধ্যে প্রতিদিনের মতো তার আড়াই লাখ টাকা মূল্যের অ্যাপাসি মোটর সাইকেলটি রাখা ছিল। দুপুরে কয়েকজন দুস্কৃতিকারী চার্চের গেট দিয়ে ভিতরে ঢুকে মোটর সাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে টের পেয়ে লোকজন আগুন নিভিয়ে ফেলে। তিনি আরো জানান, এর আগেও তার চার্চের অফিসের দরজার তালা কেটে চুরি ঘটনা ঘটে। এসময় আলমারীতে রাখা নগদ ৬০ হাজার টাকা ও ৬৫ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি হয়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছিল।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে দেখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।