মোঃ মিজানুর রহমান,কালকিনি- ডাসার প্রতিনিধিঃ
জেল হত্যা দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা আ.লীগের উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় আ.লীগের দলীয় কার্যালয় এ কর্মসুচি পালন করা হয়।
এতে উপজেলা আ.লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্নসাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ.লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক স্থানীয় এমপি ড.আবদুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র এসএম হানিফ সরদার, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেল্লাল হোসেন ও বিআরডিবির চেয়ারম্যান এমদাদুল হক সরদার প্রমুখ।