মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে গাংনী ইউপির সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা প্রতিপালনের নিমিত্তে প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীদের শহিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা অপারাজিতা মিলনায়তনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন।
এ সভায় উপজলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অনিন্দ্য মন্ডল, ওসি(তদন্ত) মোঃ মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবির কুমার মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।