শরিফুল ইসলাম, স্টাফ রিপোটার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার শালবরাত গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলেন শালবরাত গ্রামের উজ্বল শেখ,আনারুল শেখ , মিটো ফকির। গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদের আটক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার(৪ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের দুলু শেখের নির্মানাধীন একটি ভবনের মধ্যে বৃহস্পতিবার রাত দশটার দিকে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ধর্ষিতার চিৎকারে প্রতিবেশীরা ও চৌকিদার আসাদুজ্জামান ঘটনাস্থলে যেয়ে বিষয়টি টের পায়। তারা থানায় খবর দিলে লোহাগড়া থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষিতাকে উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শালবরাত গ্রামের উজ্বল শেখ (৩০), আনারুল শেখ (২৭), মিটো ফকির (২৮) কে আটক করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন জানান, চারজন মিলে ধর্ষণ করেছে বলে জানা গেছে। শুক্রবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং লোহাগড়া থানায় মামলা হয়েছে। মামলা নং ০২। তাং ০৫.১১.২১। মামলায় তিন জনকে আটক করা হয়েছে ।