1. nabadhara@gmail.com : Nabadhara : Nabadhara ADMIN
  2. bayzidnews@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  3. bayzid.bd255@gmail.com : Bayzid Saad : Bayzid Saad
  4. mehadi.news@gmail.com : MEHADI HASAN : MEHADI HASAN
  5. jmitsolution24@gmail.com : support :
  6. mejbasupto@gmail.com : Mejba Rahman : Mejba Rahman
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন

স্বরুপকা‌ঠিতে পৌর পিতা হ‌লেন আওয়ামী লীগের জি এম ক‌বির

Reporter Name
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ১১২৩ জন নিউজটি পড়েছেন।

মোঃ আসাদুজ্জামান আসাদঃ

পি‌রোজপুর জেলার নেছারাবাদ উপ‌জেলার স্বরুপকা‌ঠি পৌরসভার পৌর‌ পিতা নির্বাচন সম্পন্ন হয় আজ। নির্বাচ‌নে ১৪৯২১ ভোটা‌রের ম‌ধ্যে ভোট প্রদান ক‌রেন ১১২২৭ জ‌ন। বিপুল উৎসাহ উ‌দ্দিপনার ম‌ধ্যে শেষ হওয়া এ নির্বাচ‌নে ৩৯৫২ ভোট পে‌য়ে ২য় বা‌রের ম‌তো নগর পিতা নির্বা‌চিত হন নৌকা প্র‌তিক নি‌য়ে আওয়ামীলীগ ম‌নো‌নিত প্রার্থী জি এম ক‌বির।

তার প্র‌তিদ্বন্ধী আওয়ামীলী‌গের বি‌দ্রোহী প্রার্থী মাহমুদুর রহমান খান মোবাইল মার্কা নি‌য়ে ৩১৪৯ ভোট,না‌রি‌কেল গাছ প্র‌তিক নি‌য়ে বিএন‌পির বি‌দ্রোহী প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ১৯৯৪ ভোট, এছাড়া ধা‌নের শীষ প্র‌তিকে মোঃ শ‌ফিকুল ইসলাম ফ‌রিদ ৯৭৪ ভোট,আওয়ামীলী‌গের  আ‌রেক বি‌দ্রোহী প্রার্থী পৌর যুবলী‌গের সভাপ‌তি শি‌শির কর্মকার জগ প্র‌তি‌কে ৮৩৮ ভোট, লাঙ্গল প্র‌তি‌কে মোঃ আ‌নোয়ার হো‌সেন ৫১ ভোট পান ব‌লে জানান স্বরুপকা‌ঠি নির্বাচন অ‌ফিস।

এছাড়া সংর‌ক্ষিত আস‌নে ১,২ ও৩ নং ওয়া‌র্ডে মারজান ফের‌দৌস, ৪,৫ও৬ নং ওয়া‌র্ডে দিলারা বেগম এবং ৭,৮ ও ৯ নং ওয়া‌র্ডে না‌র্গিস জাহান নির্বা‌চিত হন বেসরকা‌রি ভা‌বে। এ‌দি‌কে কাউ‌ন্সিলর হি‌সা‌বে ১ নং ওয়া‌র্ডে ‌মিঠুন আচার্য অনুজ,২ নং সাখাওয়াত হো‌সেন সিপন,৩ নং এ মোঃ হেদা‌য়েতুল ইসলাম, ৪ নং এ মাসুদ রানা পলাশ,৫ নং এ অ‌হিদুজ্জামান,৬ নং এ মেজবাহ বুলবুল,৭ নং এ নুরুল ইসলাম ও ৯ নং এ শামীম হোসন ‌নির্বা‌চিত হন। এছাড়া ৮ নং ওয়া‌র্ডে একজন প্রার্থী মৃত্যু বরন করায়  নির্বাচন স্থ‌গিত রয়েছে।

নবধারা/ এমএইচ০০৭

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved সর্বস্বত্বঃ দেশ হাসান
Design & Developed By : JM IT SOLUTION