মোঃ সাব্বির শেখ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুর পৌরসভার ০১ নং ওয়ার্ডের ব্রাক্ষণকাঠী এলাকায় বিবাহিতা মহিলাকে উত্যাক্ত করাকে কেন্দ্র করে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ভুক্তভূগী আ: জব্বার কাজী।
ভুক্তভূগী আ: জব্বার কাজী জানায়, দির্ঘদিন ধরে আসলাম দরানী তার বিবাহিতা মেয়েকে বিয়ের জন্য উত্যাক্ত করে আসছিলো তিনি রাজী না হওয়ায় আজ শনিবার তার বাড়ির সামনের চা দোকানে বসে আসলাম দরানী ও তার দুই ভাই আহসান দরানী ও আকবর দরানী সহ একটি দল তার উপরে হামলা চালায়। তাকে কিল ঘুষি মেরে আহত করে। এর আগে গতকাল রাতে তার বাড়িতেও হামলা চালায় তারা। এছাড়াও বিভিন্ন সময়ে তাকে ও তার মেয়েকে বিভিন্ন সময়ে হুমকী ধামকী দিয়ে আসছিলো আসলাম ও তার সহযোগীরা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান নবধারা কে বলেন , এ ঘটনায় একটি সাধরিন ডায়েরী করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।