Nabadhara
ঢাকাশনিবার , ৩০ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর প্রেসক্লাবে অগ্নিকান্ড, মার্কেট পুড়ে ছাই

MEHADI HASAN
জানুয়ারি ৩০, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর প্রতিনিধিঃ

পিরোজপুর প্রেসক্লাবের একটি অংশ ও মার্কেটের ৭ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। শনিবার দুপুরে ১২টার দিকে পিরোজপুর শহরের প্রেসক্লাব সড়কের প্রেসক্লাব মার্কেটের জালালের তুলার গুদাম থেকে এ অগ্নিকাণ্ডের ঘটে বলে জানান পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, তুলার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ার কারণে নেভাতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।তবে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু জানান, “দুপুর ১২টার দিকে প্রেসক্লাব ভাড়াটিয়া জালালের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকান ও গোডাউনে ছাড়িয়ে পড়ে। অন্তত ৩টি গোডাউনসহ মোট ৭টি দোকান আগুনে পুড়ে যায়। এ সময় আগুনে প্রেসক্লাবের ২ টি কক্ষ ও বাথরুম পুড়ে যায়।”

এ অগ্নিকাণ্ডে প্রেসক্লাব মার্কেটের ব্যবসায়ীদের সহ প্রেসক্লাবের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়েছে।

 

নবধারা/এমএইচ০০৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।