শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দশীর সিএন্ডবি চৌরাস্তা এলাকায় বোমা বিস্ফোরণে শাহাজাদা মোল্যা (৪০) নামের এক যুবকের হাত বিচ্ছিন্ন হয়েছে। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে । পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গত রবিবার (৭ নভেম্বর) রাত পৌনে আটটার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর সড়কের কুন্দশী চৌরাাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহাজাদা মোল্যা (৪০) মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের আকবার হোসেন মোল্যার ছেলে ।
লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা.শরিফুল ইসলাম জানান, শাহজাদার ডান হাতের কনুই থেকে হাড়-মাংস আলাদা হয়ে গেছে, শুধু চামড়ার সঙ্গে একটু ঝুলে আছে। দ্রুত অস্ত্রোপচার করে হাত ফেলে দিতে হবে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, শাহজাদা কোনো নাশকতা ঘটনাতে বোমা বহনের সময় অসাবধানতায় বিষ্ফোরিত হয়েছে। ঘটনার সময়ে পাশ দিয়ে লোহাগড়া থানার একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। ওই পিকআপ ভ্যানে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল ছিল। এএসআই কামরুল ইসলাম বলেন, সেখান দিয়ে যাওয়ার সময়ে বিকট শব্দ শুনতে পাই। এর দুই-চার মিনিটের মধ্যেই একটি অ্যাম্বুলেন্স এসে আহত শাহাজাদাকে সেখান থেকে ওটায়ে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় জানান, শাহাজাদাকে যে দুই যুবক অ্যাম্বুলেন্সে ওটায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, শাহাজাদা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। তাকে এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।