মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলে আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩ টা পর্যন্ত নড়াইল আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন সিনিয়র আইনজীবী সেখ নূর মোহাম্মদ ও আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ,এফ,এম হেমায়েতুল্লাহ হিরু।
এই নির্বাচনে এ্যাড.উত্তম কুমার ঘোষ ১১ ভোট বশী পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন এ্যাড. ওমর ফারুক। সাধারণ সম্পাদক পদে এ্যাড.মাহামুদুল হাসান (কায়েস) মাত্র তিন ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী ছিলেন এড.আলহাজ্জ্ব নূর মোহাম্মদ। সহ-সাধারণ সম্পাদক পদে এড.সুনিল কুমার বিশ্বাস, আইন ও সমাজকল্যান সম্পাদক পদে এড.জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে এড.মোঃ আজিজুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক এড.লাভলী আক্তার, সদস্য পদে এড.অরবিন্দু কুমার মল্লিক, এড.মিশকাতুর রহমান সজীব, এড. রাজু আহম্মেদ রাজু ও এ্যাড.মোঃ টুটুল সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবধারা/বিএস
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.