Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ পরিবেশে মোল্লাহাটের গাংনী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

MEHADI HASAN
নভেম্বর ১১, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নে ২য় ধাপে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলার মোট ৭ টি ইউনিয়নের মাঝে ৬ টির নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ায় আজ এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত গাংনী ইউনিয়নের সব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন (ভোট গ্রহণ) অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটকেন্দ্র পাহারায় পুলিশের পাশাপাশি ছিল বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা।

গাংনী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শিকদার উজির আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই অত্র ইউনিয়নে মেম্বর পদে ৪৩ জন নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৮৮ জন। শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠানে মাঠে ছিলো ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেন, মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসপি সার্কেল মোঃ ছয়রুদ্দীন আহমেদ, (ওসি) সোমেন দাশ  ও উপজেলা নির্বাচন অফিসার প্রবীর কুমার মল্লিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।