_____________________________
আবার শীত এসেছে- সর্ষে ফুল ফুটেছে
সবুজ ঘাসের উপর শিশিরের বিছানা, যদি তার উপর তুমি হেঁটেছো
তবে আমি শিশির হতে চেয়েছি
আমি ঘাস হতে চেয়েছি
তৎক্ষণাৎ তুমি পা ধুয়ে পরিষ্কার করে ফেলেছো
আমি ভাসতে ভাসতে বেওয়ারিশ লাশের মতো ভেসে বেড়িয়েছি নদী থেকে নদীতে…
আবার শীত এসেছে- কুয়াশা ভেদ করে সূর্য উঠেছে
চাঁদর জড়ানো বুকে আম-সিপারা চেপে যদি তুমি মক্তবে ছুটেছো
তবে আমি চাঁদর হতে চেয়েছি
আমি আম-সিপারা হতে চেয়েছি
তৎক্ষণাৎ তুমি তোমার উন্মুক্ত বুক সূর্যের মুখে সপে দিয়ে চাঁদর ছুড়ে ফেলেছো ব্রিকফিল্ডে;
আমি পুড়তে পুড়তে লাল হয়েছি, তারপর কালো, তারপর ঝামা ইট…
আমি সকালের সূর্য হতে চেয়েছি
স্নানের উষ্ণ জল হতে চেয়েছি
সন্ধ্যায় পোহানো আগুন হতে চেয়েছি
আমি ফুল হতে চেয়েছি যখন-যেমন, তখন-তেমন…
কিচ্ছু মেনে নেও নি তুমি।
আবার শীত এসেছে- শীত আসবে- শীত আসে…
সর্ষে ফুল দেখা হয় না, ভেজা ঘাস দেখা হয় না, কুয়াশা দেখা হয় না, চাঁদর জড়ানো কাউকে মক্তবে যেতে দেখা হয় না কতকাল!
এখন যা দেখি- তা দেখি না
যা ছুঁই- তা ছুঁই না
যা ভাবি- তা ভাবি না
যা চাই- তা চাই না
বিশ্বাস না হলে তুমি আমার ‘রাত’কে জিজ্ঞেস করো!