Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবিতাঃ আবার শীত এসেছে – জাহিদুল ইসলাম

Bayzid Saad
নভেম্বর ১২, ২০২১ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

কবিতাঃ

“আবার শীত এসেছে”

জাহিদুল ইসলাম

_____________________________

 

আবার শীত এসেছে- সর্ষে ফুল ফুটেছে

সবুজ ঘাসের উপর শিশিরের বিছানা, যদি তার উপর তুমি হেঁটেছো

তবে আমি শিশির হতে চেয়েছি

আমি ঘাস হতে চেয়েছি

তৎক্ষণাৎ তুমি পা ধুয়ে পরিষ্কার করে ফেলেছো

আমি ভাসতে ভাসতে বেওয়ারিশ লাশের মতো ভেসে বেড়িয়েছি নদী থেকে নদীতে…

 

আবার শীত এসেছে- কুয়াশা ভেদ করে সূর্য উঠেছে

চাঁদর জড়ানো বুকে আম-সিপারা চেপে যদি তুমি মক্তবে ছুটেছো

তবে আমি চাঁদর হতে চেয়েছি

আমি আম-সিপারা হতে চেয়েছি

তৎক্ষণাৎ তুমি তোমার উন্মুক্ত বুক সূর্যের মুখে সপে দিয়ে চাঁদর ছুড়ে ফেলেছো ব্রিকফিল্ডে;

আমি পুড়তে পুড়তে লাল হয়েছি, তারপর কালো, তারপর ঝামা ইট…

 

আমি সকালের সূর্য হতে চেয়েছি

স্নানের উষ্ণ জল হতে চেয়েছি

সন্ধ্যায় পোহানো আগুন হতে চেয়েছি

আমি ফুল হতে চেয়েছি যখন-যেমন, তখন-তেমন…

কিচ্ছু মেনে নেও নি তুমি।

 

আবার শীত এসেছে- শীত আসবে- শীত আসে…

সর্ষে ফুল দেখা হয় না, ভেজা ঘাস দেখা হয় না, কুয়াশা দেখা হয় না, চাঁদর জড়ানো কাউকে মক্তবে যেতে দেখা হয় না কতকাল!

এখন যা দেখি- তা দেখি না

যা ছুঁই- তা ছুঁই না

যা ভাবি- তা ভাবি না

যা চাই- তা চাই না

বিশ্বাস না হলে তুমি আমার ‘রাত’কে জিজ্ঞেস করো!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।