কালকিনি – ডাসার উপজেলা প্রতিনিধিঃ
কালকিনি উপজেলায় বৃহস্পতিবার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) ৩ জন এবং স্বতন্ত্র ৯ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২ ইউনিয়নে আওয়ামী লীগের ১২ জন, স্বতন্ত্র ২৬ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন প্রার্থী অর্থাৎ ১২ চেয়ারম্যান পদে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আলিনগর ইউনিয়নে সাহীদ পারভেজ (নৌকা), চরদৌলত খান ইউপিতে মো. চাঁন মিয়া সিকদার (নৌকা) এবং ডাসার ইউপিতে মো. রেজাউল করিম শিকদার (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে ৯ ইউনিয়নে নির্বাচিতরা (চেয়ারম্যান) হলেন- বালিগ্রাম মো. মজিবুর রহমান খান (স্বতন্ত্র), বাঁশগাড়ী মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন (স্বতন্ত্র), গোপালপুরে মো. ফরহাদ মাতুব্বর (স্বতন্ত্র), কয়ারিয়ায় মো. কামরুল হাসান (স্বতন্ত্র), কাজী বাকাই ইউপিতে নুর মোহাম্মদ হাওলাদার (স্বতন্ত্র), লক্ষ্মীপুর ইউপিতে মৌসুমী হক সুলতানা (স্বতন্ত্র), নবগ্রাম ইউপিতে দুলাল তালুকদার (স্বতন্ত্র), সাহেবরামপুর ইউপিতে মাহবুবুর রহিম (স্বতন্ত্র), শিকারমঙ্গল ইউপিতে মো. সিরাজুল হক (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্ট রির্টানিং অফিসারগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন।