Nabadhara
ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কবিতাঃ ‌‌ডুবে যাওয়া তারকা – শাকিল আবতাহী

Bayzid Saad
নভেম্বর ১৩, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

শায়খুল হাদিস মুফতি শাহ জালাল হামিদী (রহ.) এর স্মরণে রচিত কবিতা-

ডুবে যাওয়া তারকা

শাকিল আবতাহী

____________________________

 

কী করে ভুলিব মোরা তব স্মৃতি!

কত কথা ভাসে মোর কর্ণে বিথী!

সহসা হারাবো তোমায় ভাবিনি স্বপনে।

এ কেমন ব্যথা দিলে তব স্বজনে!

 

কত অশ্রু! কত মাতম! কত বেদনা!

নাজাত কানন কত বিরহে একটু দেখনা!

তুমি নাই! তুমি নাই! আহা ভাবি কেমনে!

হৃদয় ফাটিয়া চক্ষু ভাসিল বুঝাই কেমনে!

 

হাসি হাসি মুখে কত বাচনের মেলা!

কে করিবে পূরণ তব জায়গা যেথা!

পাঠের ফাঁকে কত কবিতা আর ছড়া!

কে শোনাবে আর সাহিত্যের কড়া!

 

সনটা একুশ, নভেম্বর, দিবস যার বারো।

স্মৃতিতে অমলিন বেদনা যে সবারো।

জুমারও নিশিতে তোমায় ডাকিল প্রভু;

সাড়া দিলে তুমি ভুলিবনা এক্ষণও কভু।

 

কত সহকর্মি, সহপাঠি আর কত সাগরেদ;

পাগল পারা তোমার বিয়োগে নেই যার রেশ।

হাদিসের দরস, কোরানের পাঠ রেখে;

ঘুমাও সুখে, দোয়া মাঙি তাই সব শেষে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।