নবধারা টুঙ্গিপাড়া উপজেলা কেন্দ্রীক জাতীয় মানের একটি সংবাদ মাধ্যম।
বাংলাদেশের সামগ্রীক সংবাদ পরিবেশনায় এটি একটি অনন্য সামাজিক মাধ্যম।নিরপেক্ষ এবং স্বাধীন পত্রিকা হিসেবে নবধারা ইতোমধ্যে পাঠক প্রিয়তায় বেশ এগিয়ে। সংবাদ পিপাসু নাগরিকের কাছে সবার আগে সঠিক সংবাদ পৌছে দেয়ায় নবধারার জুড়ি মেলা ভার।
আমরা নবধারার সাথে আছি, পাশে আছি। নতুন আঙ্গিকে এগিয়ে যাক নবধারা।
ভালো থাকুক,টিকে থাকুক নবধারা পরিবার।
-আশিকুর রহমান সাহেদ
যুগ্ম সাধারণ সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ