শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাসের ১৮ মাস পর এই প্রথম মাধ্যমিক শিক্ষা পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার এসএসসি বিজ্ঞান, দাখিল ও কারিগরি পরীক্ষায় ৬১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান,এবছর এউপজেলার ৪ টি কেন্দ্রে মোট ২হাজার ২শ ১ জন পরীক্ষার্থী রয়েছে।তার মধ্যে দাখিল ২১৮ ভকেশোনাল ১২০ রয়েছে। পরীক্ষার প্রথম দিন দাখিল ৫, ভকেশোনাল ১১ ও মাধ্যমিক বিজ্ঞান ২জন অনুপস্থিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে নানা ধারনের ব্যাবস্থা নেওয়া হয়েছে।