শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাসের ১৮ মাস পর এই প্রথম মাধ্যমিক শিক্ষা পর্যায়ের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার এসএসসি বিজ্ঞান, দাখিল ও কারিগরি পরীক্ষায় ৬১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান,এবছর এউপজেলার ৪ টি কেন্দ্রে মোট ২হাজার ২শ ১ জন পরীক্ষার্থী রয়েছে।তার মধ্যে দাখিল ২১৮ ভকেশোনাল ১২০ রয়েছে। পরীক্ষার প্রথম দিন দাখিল ৫, ভকেশোনাল ১১ ও মাধ্যমিক বিজ্ঞান ২জন অনুপস্থিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে নানা ধারনের ব্যাবস্থা নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।