Nabadhara
ঢাকারবিবার , ১৪ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে নেশার টাকা না পেয়ে বিষপানে শিশুসন্তান হত্যা করলো মাদকসক্ত পিতা

MEHADI HASAN
নভেম্বর ১৪, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধিঃ

 

নেশার টাকা না পেয়ে নিজ হাতে শিশু সন্তানকে খাইয়ে হত্যা করলো এক মাদকাসক্ত পিতা। ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে।

 

আজ রোববার সকাল ৮ টার দিকে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হোসাইন শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মারা যায়।

 

জানা গেছে, গত বৃহস্প‌তিবার(১১ নভেম্বর) সকালে তিন সন্তানের পিতা আলম শেখ স্ত্রী সিমা বেগম এর কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে  তাকে  মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। পরে তিন শিশু পুত্রকে জোর করে বিষ পান করায় ওই মাদকাসক্ত পিতা।বাকী দুই শিশু সিয়াম শেখ (১০)  ও  হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

শিশুদের মা সিমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদকাশক্ত। গত বৃহস্পতিবার নেশার টাকা চেয়ে না দেয়ায় তাকে ব্যাপক মারধর করে বাড়ী থেকে বের করে শিশুদের জোর করে বিষ পান করান। আমার এক শিশু মারা গেছে। অন্য দুই শিশুও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি আলম শেখের দৃষ্টান্তমূলক বিচার ফাঁসি চাই। যাতে অন্য কোন পিতা যেন তার সন্তানদের সাথে এমন কাজ করতে সাহস না পায়।

 

মুকসুদপুর থানায় ওসি আবু বকর মিয়া নবধারা কে বলেন, ওই শিশুদের পিতা আলম শেখ মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই স্ত্রী সীমা বেগমকে মারপিট করতেন গত বৃহস্পতিবার স্ত্রীর কাছে নেশার টাকা চাইলে না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে নিজ হাতে তিন সন্তানকে জোর করে বিষপান করান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই  ফরিদপুর  শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। গতকাল শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় আবার ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতা‌লে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে হোসেন শেখ মারা যায়।

তিনি নবধারা কে আরো জানান, ওই দিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের পিতা আলম শেখকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়।বর্তমানে সে গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে।একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলা করা হবে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।