গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে অগ্নিকান্ডে ৩টি দো-তলা দোকান ঘর ভস্মিভূত হয়েছে।এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আজ রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ জসিম উদ্দিন ও বাজার কমিটির সাধারন সম্পাদক রাসেল দাঁড়িয়া নবধারা কে জানান, সকাল ৮টার দিকে বাজারের মাসুদ শেখের লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মেজবা সরদারের চালের আড়ত ও অনিল বিশ্বাসের লাইব্রেরী এন্ড কসমেটিকসের দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থরে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।