তাওহিদুল ইসলাম (জিসান) নাজিরপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিরপুর উপজেলার কৃতি সন্তান এমঃ সাইফুল ইসলাম সাইফ। তিনি ছাত্র লীগের সহ-সম্পাদক হওয়ায় নাজিরপুর ছাত্রলীগের আয়োজনে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নাজিরপুর ছাত্রলীগের আয়োজনে উপজেলার ১ নং মাটিভাংঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম পি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কামিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে অভিনন্দন জানিয়ে এক আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। এ আনন্দ র্যালী শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় নাজিরপুর উপজেলা ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস