মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজার বাসষ্টান্ডে চায়ের দোকানে পারিবারিক কলহের জেরে সহদর তৈয়েব ফকিরের হাতে হাতুড়ি পিটার শিকার হয়েছেন শুড়িগাতী গ্রামের আয়েব আলী ফকির বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।
তৈয়েব আলী ও আয়েব আলী ওই গ্রামের মৃত নবাব ফকিরের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ভুক্তভোগী আয়েব আলী ফকির জানান, বাসষ্টান্ডে মশিউরের দোকানে চা পান করতে গেলে নৌকার নির্বাচন করায় আমার বড় ভাই তৈয়েব ফকির অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে কিলঘুষি মারার এক পর্যায়ে পাশের লেদের দোকান থেকে হ্যামার (হাতুড়ি) দিয়ে আমার মাথায় আঘাত করতে গেলে আমি হাত দিয়ে ঠেকালে ফোলা জখম হই।
অভিযুক্ত তৈয়েব আলী ফকির জানান, আমি দোকেন চা পান করছিলাম। আয়েব আলী ঢুকেই হঠাৎ আমাকে ঘুষি মারে। আমি কোন রাজনীতি করিনা, নৌকা করা নিয়ে আমি কোন কথা বলিনি।
চায়ের দোকানদার মশিউর ও উপস্থিত খরিদ্দারেরা জানান, দু ভাইয়ের মধ্যে পূর্বে থেকেই পারিবারিক কলহ লেগে আছে। দুজনেই অন্যায় করেছে। তবে হাতুড়ি দিয়ে মারতে যাওয়াটা তৈয়েবের অন্যায় হয়েছে। মাথায় লাগলে হয়ত বড় ধরনের অঘটন ঘটতে পারতো। তবে এ ঘটনাকে রাজনৈতিকভাবে না দেখার অনুরোধ তারা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.