Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাট থানা পুলিশের  অভিযানে ৬ জুয়াড়ী আটক

MEHADI HASAN
নভেম্বর ১৯, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা গ্রামের সাধন বিশ্বাসের ঘেরের পাড়ে তাস দ্বারা জুয়া খেলার সময় আসামী শিশির রঞ্জন অধিকারী(৩০), সাধন বিশ্বাস(৪০), রবিন অধিকারী(৩৫), দিপক বিশ্বাস(৪০), বাদশা শেখ(৪০) ও মোঃ মিরান শেখ(২৮) আটক করা হয়।

আটককৃত আসামী শিশির রঞ্জন অধিকারী উপজেলার কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা গ্রামের কদম রঞ্জন অধিকারীর ছেলে, সাধন বিশ্বাস একই এলাকার শুসিল বিশ্বাসের ছেলে, রবিন অধিকারী চাউলটুরী গ্রামের মৃত দশরাথ অধিকারীর ছেলে, দিপক বিশ্বাস রাঙ্গামাটি গ্রামের মৃত দিনেশ চন্দ্র বিশ্বাসের ছেলে, বাদশা শেখ চাউলটুরী গ্রামের মৃত শাহাদৎ শেখের ছেলে এবং মিরান শেখ সরসপুর গ্রামের মৃত কাইয়ুম শেখের ছেলে। আসামীদের বিরুদ্ধ সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। শুক্রবার সকালে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানাধীন ৬নং কোদালিয়া ইউনিয়নের পদ্মডাঙ্গা এলাকার সাধন বিশ্বাস এর ঘেরের পাড়ে তাস দ্বারা জুয়া খেলা অবস্থায় রাত ৮ টার দিকে  শিশির রঞ্জন অধিকারী, সাধন বিশ্বাস, রবিন অধিকারী, দিপক বিশ্বাস, বাদশা শেখ, মোঃ মিরান শেখকে আটক করা হয়। আসামীরা পেশাদার জুয়াড়ী, তাই নিয়মিত মামলা রুজুর পর আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।