নবধারা ডেস্কঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন আগামী ২৩ ডিসেম্বর। আওয়ামী লীগের আতুর ঘর টুঙ্গিপাড়ার আর ৪ ইউনিয়ন পরিষদের প্রার্থীদের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেতে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা ঢাকার আওয়ামী লীগ অফিসে দলীয় ফরম কিনে জমা দিয়েছেন। ডুমুরিয়া ইউনিয়নে মোট ১২ জন প্রার্থী ফরম কিনে জমা দিয়েছেন বলে সমর্থিত সূত্রের খবর।।এ ইউনিয়নে যারা ফরম কিনে জমা দিয়েছেন তারা হলেন–
১। উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলী আহমেদ।
২।এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কবিরুল আলম তালুকদার।
৩ এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক তালুকদার।
৪।ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাউসুল আযম শিকদার।
৫। এই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস।
৬।ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম শেখ।
৭। উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক দীপ্তি রানী ঘরামি।
৮। ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বন্দে আলী শেখ।
৯। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার টুঙ্গিপাড়ার সভাপতি মো: বোরহান বিশ্বাস।
১০। রফিকুল ইসলাম শেখ ( ছবি সংগ্রহ করা সম্ভব হয় নাই)
১১। হোসাইন শেখ।
১২। শেখর ঘরামী ( ছবি সংগ্রহ করা সম্ভব হয় নাই)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।