গোপালগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অপটিমাম কোচিং গোপালগঞ্জ।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের শেখ মণি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে এই কোচিং থেকে চান্স পাওয়া প্রায় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
জোবায়ের’স সিরিজের লেখক জোবায়ের আহমেদ কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অপটিমাম এর শিক্ষক মন্ডলী।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচক ছিলেন জোবায়ের’স সিরিজের লেখক জোবায়ের আহমেদ, অভিযাত্রী’র লেখক আবু বকর সিদ্দিক, নজরুল সিরিজের নজরুল ইসলাম, এবং অপটিমাম এর প্রতিষ্ঠাতা পরিচালক সাব্বির রহমান।
এ সময় অপটিমাম এর শিক্ষক মিজানুর রহমান, আল মামুন, রিদওয়ানুল হক ইমন, আরিফুল ইসলাম জাহিন, মোঃ পুলক, মিলন মাহমুদ, নাজমুল হোসাইন, আবির হোসাইন, সীমান্ত সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
সংবর্ধনার আগে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জের বিভিন্ন কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।